খুলনা থেকে হরিঢালী ইউনিয়ন পরিষদের দূরত্ব মাত্র ৫২ কিঃ মিঃ এবং সময় লাগে ২ ঘন্টা বাস যোগে, মটর সাইকেল যোগেও আসা যায় কিন্তু এ ক্ষেত্রে খরচের পরিমাণ বেশি হবে। খুলনা থেকে যে, কোন যানবহনে উঠে কপিলমুনি বাজার বাসস্ট্যান্ডে নেমে ভ্যান যোগে হরিঢালী সরকারী পুকুর পাড়ের নাম বললে আপনাকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাবে।
খুলনা থেকে বাস যোগে আসতে চাইলে ভাড়া পড়বে- ৮০/- টাকা মাত্র।
মটর সাইকেল যোগে আসতে গেলে ভাড়া পড়বে- ২০০/- থেকে ৩০০/- টাকা।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)