বহু দিনের পুরাতন ঐতিহ্য বাজার হচ্ছে আকাম বাজার, গ্রামের মুরুব্বিদের কাছে শুনে জানতে পেরেছি গ্রাম থেকে আঞ্চলিক বাজারের দূরত্ব অনেক হওয়াতে আকাম নামে একজন মুরুব্বি এই বাজার প্রতিষ্ঠা করেন এবং এই বাজারের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন থেকেই। এই বাজারের বৈশিষ্ঠ হচ্ছে বাজারে ১০ টি দোকান ঘর আছে, মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান, পিয়াজি চপের দোকান, দর্জির দোকান, চাউলের দোকন সহ সপ্তাহে দুই দিন যাকযমক ভাবে কাচামালের বাজার বসে থাকে এখানে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস