Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষের ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বিস্তারিত

গাজীপুরে সংকেতের ভুলে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরীর জয়দেবপুর জংশনের দক্ষিণে ছোট দেওড়া আউটার সিগন্যালে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেন ও ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয় এবং ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। আজ সন্ধ্যায় ট্রেন চালুর পর স্টেশনে অপেক্ষারত যাত্রীদের ভোগান্তি অবশেষে শেষ হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রেললাইনে ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে তিনটি বগি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/05/2024
আর্কাইভ তারিখ
08/05/2024