Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়
এক নজরে হরিঢালী ইউনিয়ন পরিষদ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী বৃহত্তম জনপদ হলো ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে খুলনা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হচ্ছে হরিঢালী ইউনিয়ন পরিষদ।

১) ইউনিয়নের নাম- ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদ,

অবস্থানঃ হরিঢালী, পাইকগাছা, খুলনা। 

ওয়েব পোর্টালঃ https://horidhaliup.khulna.gov.bd/

ই-মেইলঃ charman.haridhali@gmail.com

ফেইজবুকঃ হরিঢালী ইউনিয়ন পরিষদ

২) আয়তন-২,৮৪৩ (একর)।

৩) লোকসংখ্যা – ৩০,৬৯৪ জন। (জনশুমারী-২০২২)

৪) গ্রামের সংখ্যা- ১৪টি (দেয়াড়া, রহিমপুর, উলুডাঙ্গা, সোনাতনকাটী, হরিঢালী, হরিদাসকাটী, নোয়াকাটী, প্রতাপকাটী, নগরশ্রীরামপুর, মামুদকাটী, দক্ষিণ সলুয়া, উত্তর সলুয়া, হাবিবনগর, রামনাথপুর, দরগামহল,) ।

৫) মৌজার সংখ্যা-১৪ টি।

৬) হাটবাজার সংখ্যা -  ৫টি (কপিলমুনি বিনোদ গঞ্জ, মামুদকাটী বাজার, রহিমপুর বাজার, সোতানকাটী আকাম বাজার, হাবিবনগর বাজার)  ।

৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, নদী পথ। 

৮) শিক্ষার হার- ৯৬.৭৭%

৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি।

১০) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -০ টি।

১১) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।

১২) হাফিজিয়া মাদ্রাসা-৫ টি।

১৩) কলেজ –কপিলমুনি কলেজ, হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রী কলেজ।  

১৪) কামিল মাদ্রাসা-০১টি।

১৫) মসজিদের সংখ্যাঃ ৫২ টি।

১৬) মন্দিরের সংখ্যাঃ ২২টি।

১৭) গনকবরস্থানঃ ১০ টি।

১৮। ঈদগাঁহঃ প্রধান ঈদগাঁহ ০১টি 

১৯। ব্যাংকঃ ০২টি (জনাত ব্যাংক কপিলমুনি বাজার শাখা এবং মধুমতি এজেন্ট ব্যাংকিং) ।

২০। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ১ টি ।

২১। কমিউনিটি ক্লিনিকঃ ০৪টি।

২২। এনজিওঃ এসডিএফ ১০টি।

২৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ জাফর সিদ্দিকী

২৪) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –হাবিবনগর কামিল মাদ্রাসা।

২৫) ঐতিহাসিক / পর্যটন স্থানঃ কপোতাক্ষ নদী ।

২৬) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- ০৫/০৯/২০০৬ ইং(নতুন ভবন)

২৭) নব গঠিত পরিষদ ২০২১  বিবরণ-

তফসিল ঘোষণা  ২৯/০৯/ ২০২১
ভোট গ্রহণ ১১/১১/২০২১
গেজেট প্রকাশ ০৫/১২/২০২১
শপথ গ্রহণ ২৯/১২/২০২১
দায়িত্বভার গ্রহণ ৩০/১২/২০২১ (বেলা ০২.০০ ঘটিকা)
প্রথম সভা ৩০/১২/২০২১ (বেলা ০৩.০০ ঘটিকা)